কিস্তি ও ইএমআইয়ে ফ্রিজ, টিভি ইত্যাদি কেনার উপায় কী

Apr 20, 2022
Buying Guides
কিস্তি ও ইএমআইয়ে ফ্রিজ, টিভি ইত্যাদি কেনার উপায় কী

আগে ফ্রিজ, টিভি ইত্যাদি ইলেকট্রনিক্ পন্য কেনার কথা ভাবলেই একসঙ্গে অনেক টাকা খরচের কথা ভেবে অনেকের কপালেই দুশ্চিন্তার ছাপ পড়ত। তবে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) আর কিস্তিসুবিধার যুগে খরচের পুরোনো ধারণা পাল্টে গেছে। অল্প কিছু টাকা জমা দিয়ে কিস্তিতে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পছন্দের ফ্রিজটি ঘরে আনতে পারেন। বাজারে প্রচলিত প্রায় সব কটি নামী ব্র্যান্ডের ফ্রিজ, টিভি ইত্যাদি ইলেকট্রনিক্ পন্য কিস্তিতে অথবা ইএমআই সুবিধায় কেনা যায়।

বর্তমানে ইলোজা.কম যেকোন ব্যান্ড এর ফ্রিজ, টিভি ইত্যাদি ইলেকট্রনিক্ পন্য ২০টির বেশি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা নিয়ে যেকোন ব্যান্ডের যেকোনো মডেলের ফ্রিজ, টিভি ইত্যাদি ইলেকট্রনিক্ পন্য কেনা যাবে। ক্ষেত্রে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা মিলবে।

প্যানাসনিক, ট্রান্সটেক, হিটাচি, ওয়ার্লপুল আর স্যামসাংয়ের মতো নামী ব্যান্ডের ফ্রিজগুলো এক ছাদের তলায় পেতে চাইলে যেতে পারেন ইলোজা.কম অনলাইন শপে।

 

ELOZAA.COM | AN ONLINE SHOPPING PLATFORM WITH GREAT DEALS

All Categories
Flash Sale
Todays Deal