টুইটার কিনতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ - ইলন মাস্ক

Apr 20, 2022
Technology
টুইটার কিনতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ - ইলন মাস্ক

রয়টার্সের খবরে বলা হয়, টুইটারে নিজের বিনিয়োগের পাশাপাশি আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মরগ্যান স্ট্যানলিকে বেছে নিয়েছেন টেসলা প্রধান। তবে বিষয়ে টুইটার কিংবা টেসলা কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগেও টুইটারের মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দেন ইলন। তাঁর দেওয়া ৪৩ বিলিয়ন ডলারের সেই প্রস্তাব ঠেকাতেপয়জন পিলনীতি গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বর্তমান পর্ষদ। পয়জন পিলনীতির আওতায় টুইটারের নির্দিষ্ট অঙ্কের বেশি শেয়ার কেনার ওপর বাধ্যবাধকতা আরোপ করা হয়। ইলনকে ঠেকাতেপয়জন পিলনীতির পর বেশ কিছু বিনিয়োগ প্রতিষ্ঠান টুইটারের সঙ্গে চুক্তিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সংস্থার নাম উল্লেখ না করে রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।

তবে আগামী দিনগুলোতে টুইটারের পরিচালনা পর্ষদ ইলনের প্রস্তাব প্রত্যাখ্যান করবে বলে আশা প্রকাশ করেছেন অনেক বিনিয়োগকারী, বিশ্লেষক বিনিয়োগ ব্যাংকার। সম্প্রতি ইলন মাস্ক ৫৪ দশমিক ২০ ডলারে টুইটারের প্রতিটি শেয়ার কিনতে চেয়েছিলেন। এদিকে, টুইটারের শেয়ার কেনা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে কোম্পানিটির শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দশমিক শতাংশ কমে ৪৭ দশমিক ৬৯ ডলারে লেনদেন হয়, যা ইলন মাস্কের প্রস্তাবিত দামের চেয়ে কম।

ELOZAA.COM | AN ONLINE SHOPPING PLATFORM WITH GREAT DEALS

All Categories
Flash Sale
Todays Deal