উইন্ডোজ ১০এর ৫টি টিপস এন্ড ট্রিক্সঃ উইন্ডোজ ১০ একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম, এটির ফিচার এবং ইউজার ইন্টারফেসের জন্য অনেকের পছন্দের একটি OS

Sep 07, 2022
Technology
উইন্ডোজ ১০এর ৫টি  টিপস এন্ড ট্রিক্সঃ উইন্ডোজ ১০ একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম, এটির ফিচার এবং ইউজার ইন্টারফেসের জন্য অনেকের পছন্দের একটি OS

উইন্ডোজ ৫ টিপস এন্ড ট্রিক্সঃ উইন্ডোজ ১০ একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম, এটির ফিচার এবং ইউজার ইন্টারফেসের জন্য অনেকের পছন্দের একটি OS । আজকের পোস্টে থাকছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম windows 05 tips and tricks যা অনেকের অজানা। এই অপারেটিং সিস্টেম টি আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু এর মাঝে কয়েকটি কাজের টুলস বা সফটওয়্যার রয়েছে যার সম্পর্কে আমরা অনেকেই অবগত নেয় আজকে এই জিনিস গুলো নিয়ে আলোচনা করা হবে।


৫ টি উইন্ডোজ  টিপস এন্ড ট্রিক্স 

যারা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম টি ব্যবহার করেন তাদের এই ১০ উইন্ডোজ ৫ টিপস এন্ড ট্রিক্স অনেক কাজে আসবে বলে আশা করা যায়। উইন্ডোজ ১০ এর ফিচার বা সুবিধা গুলো এই পোস্ট থেকে জানতে পারবেন যেই গুলো আপনার অজানা থাকতেই পারে।


১। Clipboard History

আমরা অনেক সময় কম্পিউটারে একটী জিনিস কপি করে ভুলে আরেকটি জিনিস কপি করে বসে থাকি যার ফলে পূর্বের কপিকৃত জিনিস টি রিমুভ হয়ে যায়। কিন্তু আপনি জানেন কি উইন্ডোজ ১০ এর এমন একটি ফিচার আছে যেটা অন করলে আপনি এক সাথে অনেক কপি পেস্ট করতে পারবেন। অর্থ্যাৎ আপনি যদি ভুলে অন্যকিছু কপি করে ফেলেন তাও আপনি পূর্বের কপিকৃত টেক্সট বা ছবি পাবেন।


উইন্ডোজ ১০ এর এই ফিচার টি অন করার জন্য Setting থেকে System যেতে হবে এবং সেখানে Clipboard থেকে মার্ক করা অপশন টিপ অন করে দিন। তাহলে এরপর থেকে আপনি যেটাই কপি করেন নাহ সেটা স্টোর থাকবেন যখন পেস্ট করার প্রয়োজন হবে তখন windows logo কী চেপে ধরে V কী চাপলে যা যা কপি করছেন দেখতে পারবে এবং যেটা প্রয়োজন পেস্ট করতে পারবেন।


how to enable windows clipboard history


 ২। উইন্ডোজ ১০ ইমোজি ফিচার

লেখার মাঝে ইমোজি ব্যবহারের আমাদের লেখার মধ্যে এক প্রকার প্রাণ দান করে থাকে। যারা ফেসবুকে বা অন্য কোথায় লেখা, চ্যাটিং ইত্যাদি করে থাকেন তারা ফেসবুকের ইমোজি বা ঐ ওয়েবসাইটের যেসব ইমোজি আছে ঐ গুলো ব্যবহার করে থাকেন। কিন্তু আপনার আর কষ্ট করে ইমোজ বের করতে হবে উইন্ডজ ১০ ইমোজি দেওয়া রয়েছে ঠিক আমাদের মোবাইল কীবোর্ডের মতো। উইন্ডোজ ১০ এর ইমোজি ব্যবহার করার জন্য আপনাকে এক সাথে Windows Logo+.(dot) চাপতে হবে(টেক্সট বক্স এ কার্স থাকা অবস্থায়) তাহলে নিচের মতো উইন্ডো পাবেন এখানে থেকে আপনার পছন্দের ইমোজি টি ব্যবহার করতে পারেন।

আশা করি, চ্যাটিং এর সময় এই উইন্ডোজ ১০ টিপস এন্ড ট্রিক টি আপনার অনেক কাজে দিবে।


৩। Disk Cleanup

সি ড্রাইভে জমে থাকা প্রয়োজনীয় ফাইল গুলো সহজেই ডিলিট বা ক্লিন করতে পারেন কোন ধরনের সফটওয়্যার ছাড়াই। Windows 10 এ Disk Cleanup নামে একটি সফটওয়্যার রয়েছে যা দিয়ে আপনি এই অপ্রয়োজনী ফাইল গুলো ডিলিট করতে পারেবন। অপ্রয়োজনীয় ফাইল ক্লিন করার জন্য সার্চ থেকে Disk cleanup লিখতে গেলেই টুল টি পেয়ে যাবেন ওপেন করার সাথে সাথে আপনাকে ড্রাইভ সিলেক্ট করতে বলবে। মূলত সি ড্রাইভে সব অপ্রয়োজনীয় ফাইল জমা থাকে তাই এটি সিলেক্ট অবস্থায় থাকে এখন OK তে ক্লিক করুন।


disk cleanup


এরপর আপনি নিচের স্ক্রিনশটের মতো উইন্ডোজ দেখতে পারেবন এইখানে থেকে যে যে জিনিস ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন। অবশ্যই সিলেক্ট করার সময় খেয়াল রাখুন এখানে Download ফোল্ডার টি ও সো করবে সেটি Uncheck করে OK তে ক্লিক করলে সব ডিলিট হয়ে যাবে। যদি আপনার ডাউনলোড ফোল্ডারের থাকা ফাইল প্রয়োজন না থাকে তাহলে সেটিও চেক করে ডিলিট দিতে পারেন।


৪। Temporary File Delete

কম্পিউটারে কাজ করার সময় যেসব ফাইল অটো ক্ষণস্থায়ী কাজে জন্য তৈরী হয়ে থাকে সেইসব ফাইল কে টেম্পোরারি ফাইল বলা হয়ে থাকে। এই ফাইল গুলো ডিলিট করার জন্য অনেকেই 3rd party সফটওয়্যার ব্যবহার করে থাকে অথবা কমান্ড ব্যবহার করে। কিন্তু আপনি উইন্ডোজ ১০ ইউজার হলে এটি সফটওয়্যার ছাড়াই এটি করতে পারবেন। এছাড়াও উইন্ডোজ ১০ আপডেট করার ফলে কিছু অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে যায় যা সি ড্রাইভের স্পেস খেয়ে বসে থাকে তাও এটি দিয়ে ক্লিন করতে পারেবন।


এর জন্য Setting> System> Storage এ গেলে Temporary File অপশন পাবেন সেটি তে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মতো উইন্ডো পাবেন যে গুলো ডিলিট করতে চান সিলেক্ট করে Remove Files এ ক্লিক করুন।


temporary files delete


উইন্ডোজ ১০ টিপস এন্ড ট্রিক্স  এর এই পদ্ধতি সহজেই টেম্পোরারি ফাইল গুলো রিমুভ করে আপনার সি ড্রাইভ ক্লিন রাখতে পারবেন।


৫। Cortana Voice Assistant

অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মতো মোবাইল অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ ১০ ও রয়েছে Personal Voice Assistant । যার মাধ্যমে আপনি ভয়েসে কমান্ড দিয়ে অনেক কিছু করাতে পারেন কিন্তু একবারে হাই লেভেলের কিছু করানো যাবে না কিন্তু সাধারণ কাজ গুলো করাতে পারবেন। আপনি এর সাহায্য সফটওয়্যার ওপেন, ক্যালেন্ডার দেখা, সময় দেখা, যোগ-বিয়োগ করা, গান শুনা, তথ্য চাওয়া ইত্যাদি কাজ গুলো করতে পারেন। দারুণ নাহ এই উইন্ডোজ ১০ টিপস এন্ড ট্রিক টি!  Cortana কে কমান্ড দেওয়ার জন্য মাইক্রোফোন লাগবে যদি আপনার ডেস্কটপে থেকে থাকে তাহলে হয়ে গেল কিন্তু যাদের নাই তারা ফিচার টি উপভোগ করতে পারেবন নাহ।

ELOZAA.COM | AN ONLINE SHOPPING PLATFORM WITH GREAT DEALS

All Categories
Flash Sale
Todays Deal