Autodesk AutoCAD 2022/অটোক্যাড

Oct 05, 2022
Technology
Autodesk AutoCAD 2022/অটোক্যাড

অটোক্যাডকে কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কনের পদ্ধতি হিসেবেও ধরা হয়। ২ ডি এবং ৩ ডি উভয় প্রকারেই অটোক্যাড বিশেষভাবে কাজে লাগে।

কিবোর্ড, মাউস এবং ড্রয়িং প্যাড ব্যবহার করে এর সাহায্যে নকশা অঙ্কন করা হয়। অনেক টুলস বিল্ডইন থাকে বলে আমরা খুব সহজেই অঙ্কনের কাজগুলো করতে পারি।

অটোক্যাডের সাহায্যে যা করা হয়?

  • লগো ডিজাইন
  • ফাইন আর্ট
  • এয়ারোনটিক্যাল ডিজাইনের কাজ
  • ইনটেরিওর ডিজাইন
  • ম্যাপস
  • গ্রিটিংস কার্ড
  • আর্কিটেকচারাল ডিজাইন এবং
  • ইঞ্জিনিয়ারিং ডিজাইন

অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করেন যারা ইনটেরিওর ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, প্রোসেস ড্রাফটার, সিভিল ইঞ্জিনিয়ার।

আবার ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যেও অনেকেই এই সফটওয়্যারের ব্যবহার করে থাকেন।

ELOZAA.COM | AN ONLINE SHOPPING PLATFORM WITH GREAT DEALS

All Categories
Flash Sale
Todays Deal