অটোক্যাডকে কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কনের পদ্ধতি হিসেবেও ধরা হয়। ২ ডি এবং ৩ ডি উভয় প্রকারেই অটোক্যাড বিশেষভাবে কাজে লাগে।
কিবোর্ড, মাউস এবং ড্রয়িং প্যাড ব্যবহার করে এর সাহায্যে নকশা অঙ্কন করা হয়। অনেক টুলস বিল্ডইন থাকে বলে আমরা খুব সহজেই অঙ্কনের কাজগুলো করতে পারি।
অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করেন যারা ইনটেরিওর ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, প্রোসেস ড্রাফটার, সিভিল ইঞ্জিনিয়ার।
আবার ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যেও অনেকেই এই সফটওয়্যারের ব্যবহার করে থাকেন।